খাগড়াছড়ির রামগড় সীমান্তে নয় লাখ টাকার ভারতীয় বিভিন্ন ঔষধ ও পনের কেজি গাঁজা জব্দ করেছে রামগড় জোন ৪৩ বিজিবি।
মঙ্গলবার (১৮ এপ্রিল) মধ্যরাতে রামগড় ব্যাটালিয়ন ৪৩ বিজিবির অধীনস্থ রামগড় বিওপির টহল দল দায়িত্বপূর্ণ সীমান্ত পিলার ২২১৫/৬—আরবি হতে ৮০ গজ বাংলাদেশের অভ্যন্তরে থানাঘাটে ভারত থেকে সীমান্ত হয়ে বাংলাদেশে প্রবেশের সময় বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাকারবারীরা মালামাল ও গাঁজার বস্তা রেখে পালিয়ে যায়।
ঘটনাস্থল হতে (MONTAS ১৫১০ পাতা, SARIDON ১৩১০ পাতা, VIGORE ৫৪৫ পাতা, DEROBIN ২০০ পিস, DUVADILAN ৯০ পাতা, K-BIND ৮০ পিস, CYSTONE ৬০ পিস, GARDENAL ৫০ পিস, SEROFLOS ১৪ পিস, GRIFILS ১০ পিস, NICODUCE ১০ পিস) মোট আট লাখ চুরানব্বই হাজার নয়শত ঊনাশি টাকার ভারতীয় ঔষধ ও পনের কেজি গাঁজা জব্দ করে বর্ডার গার্ড বাংলাদেশের সদস্যরা।
জব্দকৃত ঔষধগুলো সীতাকুন্ড কাষ্টমস্ অফিসে জমা প্রক্রিয়াধীন এবং গাঁজার বস্তাটি রামগড় থানায় জিডি এন্ট্রি করে ধ্বংসের জন্য ব্যাটালিয়ন সদরে জমা রাখা হয়েছে।