জমকালো আয়োজনের মাধ্যমে খাগড়াছড়ির মানিকছড়িতে বাংলাদেশ আওয়ামী লীগের ৭৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।
এ উপলক্ষে ২৩ জুন শুক্রবার উপজেলা আওয়ামী লীগের আয়োজনে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, মিলাদ ও দোয়া মাহফিল, বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সকাল ৯টায় উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোঃ জয়নাল আবেদীন ও সাধারণ সম্পাদক মোঃ মাঈন উদ্দীনের উপস্থিততে দলীয় কার্যালয়ের সামনে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন শেষে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণের শেষে মিলাদ ও দোয়া মাহফিলে অংশ নেয় দলের নেতাকর্মীরা।
বিকেল সাড়ে ৪টায় দলীয় কার্যালয়ে উপজেলা আওয়ামীলীগের সভাপতি মো. জয়নাল আবেদীনের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা আ.লীগের যুগ্ন সাধারণ সম্পাদক মো. বাহার মিয়ার সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা আ.লীগের সহ-সভাপতি মো. শহিদুল ইসলাম মোহন, সাধারণ সম্পাদক মো. মাঈন উদ্দিন, সাংগঠনিক সম্পাদক মো. আলমগীর হোসেন, যুবলীগ সভাপতি মো. সামায়উন ফরাজী সামু, সাধারণ সম্পাদক মো. জাহাঙ্গীর আলম, কৃষকলীগ সভাপতি মো. সমশের আলী, ছাত্রলীগ সভাপতি মো. জামাল হোসেন, সাধারণ সম্পাদক চলাপ্রু মারমা নিলয়, কলেজ ছাত্রলীগ সভাপতি আবু জাফর প্রমুখ।
পরে জেলা, উপজেলা, ইউনিয়ন ও বিভিন্ন ওয়ার্ড আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দের অংশগ্রহণে অনুষ্ঠিত হয় প্রতিষ্ঠাবার্ষিকীর বর্ণাঢ্য শোভাযাত্রা। শোভাযাত্রাটি উপজেলার প্রধান সড়ক খাগড়াছড়ি-চট্টগ্রাম সড়ক প্রদক্ষিণ করে দলীয় কার্যালয়ে গিয়ে নেতাকর্মীদের উপস্থিতিতে দলের প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকীর কার্যক্রম সমাপ্ত হয়।