রাঙামাটিতে আশ্রয়কেন্দ্র গুলো পরিদর্শন করেন জেলা প্রশাসক মোহাম্মদ মোশারফ হোসেন খান ও পুলিশ সুপার মীর আবু তৌহিদ।
আজ রবিবার দুপুরে রাঙামাটি শহরের শিমুলতলী,রুপনগর বিএম ইনস্টিটিউট আশ্রয়কেন্দ্র গুলো পরিদর্শন করেন তারা। পরে রুপনগর, যুব উন্নয়ন ও পাসপোর্ট একাকার ঝুঁকিপূর্ণ স্থান গুলোও পরিদর্শন করেন জেলা প্রশাসক ও পুলিশ সুপার।
জেলা প্রশাসক ও পুলিশ সুপার আশ্রয়কেন্দ্র থাকা লোকজনে সাথে কথাবার্তা বলেন ও খোঁজ খবর নেন।
এসময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক এসএম ফেরদৌস ইসলাম, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আবদুল্লাহ আল মাহমুদ, অতিরিক্ত পুলিশ সুপার মারুফ আহম্মদ, কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আরিফুল আমিনসহ প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা।
এদিকে জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসন দুর্যোগ মোকাবেলায় এবং লোকজনদের আশ্রয়কেন্দ্রে আনতে প্রান প্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছে।
জেলা প্রশাসন সূএে জানা গেছে দুর্যোগ মোকাবেলায় পর্যাপ্ত এাণ মজুত আছে এবং ক্ষয় ক্ষতি রোধে ব্যাপক প্রস্তুতি রাখার হয়েছে।