গতকাল রবিবার রাঙামাটির কাপ্তাই উপজেলায় অবস্থিত কর্ণফুলি পানি বিদ্যুৎ কেন্দ্রের ৫ টি ইউনিট এর বিদ্যুৎ উৎপাদন ছিল ১ শত ৩৫ মেগাওয়াট। মাত্র ১ দিনের ব্যবধানে এই কেন্দ্রের বিদ্যুৎ উৎপাদন হয়েছে ১ শত ৬৬ মেগাওয়াট।
গত ৪ দিন ধরে অতিবৃষ্টি ও উজান হতে নেমে আসা পাহাড়ী ঢলের কারণে রাঙামাটির কাপ্তাই হ্রদের পানি বৃদ্ধি পাচ্ছে।
হ্রদে পানি বৃদ্ধি পাওয়ায় রাঙামাটির কাপ্তাই পানি বিদ্যুৎ কেন্দ্রে বিদ্যুৎ উৎপাদনও দিন দিন বৃদ্ধি পাচ্ছে। এতে সচল হয়ে উঠছে এক সাথে ৫টি ইউনিট। এই ৫টি ইউনিট হতে সোমবার সর্বমোট ১শত ৬৬ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হচ্ছে। যদিও ৫ টি ইউনিট এর বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা ২৩০ মেগাওয়াট।
এর মধ্যে ১ নং ইউনিটে ৪০ মেগাওয়াট, ২নং ইউনিটে ৪০ মেগাওয়াট,৩ নং ইউনিটে ২৬ মেগাওয়াট ৪ নং ইউনিটে ৩০ মেগাওয়াট ৫নং ইউনিটে ৩০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হচ্ছে।
কর্ণফুলী পানি বিদ্যুৎ কেন্দ্রের ব্যবস্থাপক, প্রকৌশলী এ টি এম আব্দুজ্জাহের সোমবার (০৭আগষ্ট) বিকেলে জানান, গত কয়েক দিনের বৃষ্টি এবং পাহাড়ী ঢলের কারণে কাপ্তাই হ্রদে পানির পরিমান বৃদ্ধি পাচ্ছে।
রুলকার্ভ অনুযায়ী কাপ্তাই হ্রদে এই মুহুর্তে ৯০.৯২ ফুট মীন সী লেভেল পানি থাকার কথা। কিন্তু হ্রদে আজ পানি রয়েছে ৮৬.২৫ ফুট মীন সী লেভেল। কাপ্তাই লেকে পানির ধারন ক্ষমতা ১০৯ ফুট মীন লেভেল।
উৎপাদিত সব বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে বলে তিনি জানান।