খাগড়াছড়িতে বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা’র ৯৩তম জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার সকালে জেলা শহরের মহাজন পাড়া এলাকায় অনুষ্ঠিত আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করে তিন পার্বত্য জেলা সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য মিজ বাসন্তী চাকমা। এসময় উপস্থিত ছিলেন খাগড়াছড়ি সদর উপজেলার চেয়ারম্যান শানে আলম।
এসময় বক্তারা বলেন,” বেগম ফজিলাতুন্নেছা মুজিব বাংলার মানুষের কাছে ভালোবাসার নাম। বঙ্গবন্ধুর রাজনৈতিক জীবনে পাশে ছিলেন তিনি। সে কারণেই একটি জাতির মনে স্বাধীনতার স্বপ্নের বীজ বপন করে এর স্বাদও এনে দিতে পেরেছিলেন বঙ্গবন্ধু। তার রাজনৈতিক দর্শন ও আদর্শ বাস্তবায়ন করতে পেছন থেকে কাজ করেছেন বেগম মুজিব। বঙ্গবন্ধু ও বাংলাদেশ যেন একই সূত্রে গাঁথা। তেমনি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিবও পরস্পর অবিচ্ছেদ্য নাম।