খাগড়াছড়ির মাটিরাঙ্গার ১০নং মুসলিমপুরের ১নং ওয়ার্ড এলাকায় বজ্রপাতে আরিফ হোসেন ( ১৮) নামে এক কিশোকের মৃত্যু হয়েছে। নিহত আরিফ মাটিরাঙ্গা ডিগ্রি কলেজের একাদশ শ্রেণীর ছাত্র।
বুধবার ১৩ সেপ্টেম্বর বিকালে দিকে এ ঘটনা ঘটে। আরিফ হোসেন একই এলাকার আবুল হোসেনের মেঝো ছেলে।
স্বজনরা জানায়, বিকালে গুড়ি গুড়ি বৃষ্টিতে আরিফ তার বোনের বাড়িতে যাবার সময় বজ্রপাতের কবলে পড়লে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
মাটিরাঙ্গা থানা অফিসার ইনচার্জ (ওসি )মো: জাকারিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে। পরবর্তী পদক্ষেপ গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।


















