অবৈধ অস্ত্রধারীদের কাজ হচ্ছে মানুষের মাঝে আতংক তৈরী করে ত্রাস সৃষ্টি করা। সন্ত্রাসী কারোর বন্ধু হতে পারেনা-তারা সন্ত্রাসীই সন্ত্রাসী। তাদের ভয়ে বসে তাকার সুযোগ নেই, সাংগঠনিক কার্যক্রম প্রসার করতে সকল ভুল ভ্রান্ত অবশান করে সকলকে হাতে হাত রেখে কাজ করতে হবে।
বৃহস্পতিবার (১৪ সেপ্টেম্বর) জুরাছড়ি উপজেলা আওয়ামী লীগের বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্যে খাদ্য মন্ত্রনালয় সম্পকিত স্থানীয় কমিটির সভাপতি ও জেলা আওয়ামী লীগের সভাপতি সংসদ সদস্য দীপংকর তালুকদার এমপি এ আহ্বান জানান।
এমপি উপজেলায় পৌঁছালে ফুল দিয়ে শুভেচ্ছা জানান নেতাকর্মীরা। পরে উপজেলা বিশ্রামাগারে ফটকে পিবির পিবির হলায় জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়। পরে জেলা পরিষদের বিশ্রামাগারের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক জ্ঞানেন্দু বিকাশ চাকমার ধারা চঞ্চলনায় সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি প্রর্বতক চাকমা। বর্ধিত সভায় বিশেষ অতিথি রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান অংসুইপ্রু চৌধুরী।
সভায় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক রন্টু চাকমা, মহিলা আওয়ামী লীগের নেত্রী জ্যোস্না দেওয়ান,
ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মিন্টু চাকমাসহ জেলা ও উপজেলা নেতৃবৃন্দ বক্তব্যে রাখেন।