রবিবার , ৮ অক্টোবর ২০২৩ | ২১শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. পর্যটন
  6. এক্সক্লুসিভ
  7. রাজনীতি
  8. অর্থনীতি
  9. এনজিও
  10. উন্নয়ন খবর
  11. আইন ও অপরাধ
  12. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. অন্যান্য
  15. কৃষি ও প্রকৃতি
  16. প্রযুক্তি বিশ্ব
  17. ক্রীড়া ও সংস্কৃতি
  18. শিক্ষাঙ্গন
  19. লাইফ স্টাইল
  20. সাহিত্য
  21. খোলা জানালা

কাপ্তাইয়ে আর্থিক অনুদান প্রদান করেছেন দীপঙ্কর তালুকদার

প্রতিবেদক
প্রতিনিধি, কাপ্তাই, রাঙামাটি
অক্টোবর ৮, ২০২৩ ৭:৩৪ অপরাহ্ণ

২০২১ সালের ২৬ অক্টোবর রাতে  কাপ্তাই নতুন বাজার এলাকায়  সন্ত্রাসীদের হাতে নিহত হন রাঙ্গামাটি জেলা স্বেচ্ছাসেবক লীগের সদস্য ও কাপ্তাই ইউনিয়ন পরিষদের ৫ নং ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য সজিবুর রহমান সজিব।

এছাড়া চলতি বছরের ১৫ জুন ঘাগড়া – বড়ইছড়ি সড়কের মুরালী পাড়া এলাকায় সশস্ত্র সন্ত্রাসী কর্তৃক পুড়িয়ে দেয়া হয়  সিএনজির মালিক আব্দুল জব্বার এর একটি সিএনজি।

ক্ষতিগ্রস্থ ২ পরিবারকে  রাঙামাটি সংসদীয় আসনে  সংসদ সদস্য এর ব্যক্তিগত পক্ষ থেকে আর্থিক অনুদান প্রদান করা হয়েছে।

রবিবার ( ৮ অক্টোবর) বিকেলে  কাপ্তাই উপজেলার ৪ নং কাপ্তাই ইউনিয়ন পরিষদ চত্বরে বাংলাদেশ আওয়ামী লীগ, অঙ্গ ও সহযোগী সংগঠন এবং কাপ্তাই ইউনিয়ন শাখার আয়োজনে আর্থিক অনুদান প্রদান অনুষ্ঠিত হয়।
এতে  খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও ২৯৯ নং সংসদীয় আসনের সংসদ সদস্য  দীপংকর  তালুকদার প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য প্রদান করেন  এবং নিহত সজিবুর রহমান সজিবের পরিবারকে নগদ ৫ লক্ষ টাকা, সজিবুর রহমান সজীব এর মাতাকে নগদ ১ লক্ষ টাকা ও ক্ষতিগ্রস্ত  সিএনজির মালিক আব্দুল জব্বার এর নিকট নগদ ৩ লক্ষ ৭০ হাজার টাকা সহ সর্বমোট ৯ লক্ষ ৭০ হাজার টাকা তুলে দেওয়া হয়।

৪ নং কাপ্তাই ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি কাজী শামসুল ইসলাম আজমীর এর সভাপতিত্বে  অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন  রাঙ্গামাটি জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক  মোঃ মফিজুল হক ও কাপ্তাই উপজেলা আওয়ামী লীগের সভাপতি  অংসুই ছাইন চৌধুরী।

কাপ্তাই ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আকতার আলম এর সঞ্চালনায় এসময়  অন্যান্যের মধ্যে  কাপ্তাই উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি  মোঃ আনোয়ারুল ইসলাম চৌধুরী বেবী ও কাজী মাকসুদুর রহমান বাবুল, যুগ্ম সম্পাদক  মোঃ আব্দুল ওহাব, সাংগঠনিক সম্পাদক  সাগর চক্রবর্তী, সদস্য  চিরনজিৎ তঞ্চঙ্গা, এরশাদুল হক চৌধুরী, বদরুল আলম জিপু, লিচুবাগান সিএনজি সমিতির সভাপতি মোঃ ইয়াকুব আলী, নিহত সজিবুর রহমান সজিবের কন্যা নুসরাত জাহান, কাপ্তাই উপজেলা মহিলা লীগের সভাপতি মনোয়ারা বেগম, উপজেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক  সুব্রত বিকাশ তনচংগ্যা, উপজেলা যুব মহিলা লীগের আহ্বায়ক মিচিং প্রু মারমা, উপজেলা যুবলীগের সভাপতি মোঃ নাসির উদ্দিন, উপজেলা শ্রমিকলীগের সভাপতি  শহিদুল্লাহ বাপ্পি, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক  নিজাম উদ্দিন ফরহাদ বক্তব্য রাখেন ।

এসময় অনুদান প্রাপ্ত পরিবারের সদস্য, কাপ্তাই উপজেলা ও ইউনিয়ন আওয়ামী লীগ, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সর্বশেষ - আইন ও অপরাধ

%d bloggers like this: