মোটরসাইকেল চলাচলের উপর নির্বাচনী আচারণ বিধি লংঘ্নন করার দায়ে ৫ মোটরসাইকেল আরোহীকে জরিমানা ও ৫ জনের বিরুদ্বে মামলা দেওয়া হয়েছে।
সোমবার বিকালে রাঙামাটি- চট্টগ্রাম প্রধান সড়কের জেলা প্রশাসক কার্যালয়ের সামনে বিধিনিষেধ অমান্যকারীদের জরিমানাসহ মামলা দেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও নেজারত ডেপুটি কালেক্টর ( এনডিসি) মোহাম্মদ শামীম হোসেন।
সোমবার বিকাল সাড়ে ৩টায় রাঙামাটি — চট্টগ্রাম প্রধান সড়ক তথা জেলা প্রশাসন কার্যালয়ের সামনে ৫ টি মোটরসাইকেল আরোহীকে ৩শ’ টাকা করে জরিমানা ও আইন অমান্য করার দায়ে ৫জন মোটরসাইকেল আরোহীর বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।
জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও নেজারত ডেপুটি কালেক্টর (এনডিসি) মোঃ শামীম হোসেন বলেন, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন আচরণ বিধি নিষেধে সোমবার রাত ১২ টার পর মোটরসাইকেল চলাচল করার কথা। কিন্ত দেখা গেছে আইন অমান্য করে লোকজন মোটরসাইকেল নিয়ে ঘুরাফেরা করছে। আইন অমান্য করার দায়ে তাদেরকে জরিমানা ও মামলা দেওয়া হয়।