রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক কংলাক পাহাড়ে পন্য নিয়ে উঠার সময় পণ্যবাহী গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে পাহাড়ের খাদে পড়ে যায়। এতে ঘটনা স্থলে একজন নিহত হন।
শুক্রবার পৌনে ১ টার দিকে সাজেকের কংলাক পাহাড়ে যাওয়ার সময় প্রান কোম্পানির পন্যপাহী গাড়ি নিয়ন্ত্রণ হারায়। এসময় গাড়িতে থাকা প্রান কোম্পানির ২জন প্রাতিনিধি লাফ দিয়ে নেমে গেলেও রক্ষা হয়নি মাহিন্দ্র চালক। অন্তত ১৫০ ফুট পাহাড়ের নিচে গিয়ে গিয়ে গাছার সাথে আটকে যায় গাড়িটি। এদিকে চালকের মাথা ফেটে মস্তষ্ক বের হয়ে ঘটনা স্থলেই নিহত হন চালক।
নিহত চালক দীঘিনালা উপজেলার রশিক নগর এলাকার তৈয়ব আলীর ছেলে মোঃ চাঁন মিয়া(৩৫)
সাজেক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল হাসান খান জানান, সাজেকে দূর্ঘটনায় একজন মাহিন্দ্র চালক নিহত হয়েছেন। আইনগত প্রক্রিয়া শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।