রাঙামাটি শহরের মধ্যে সব চেয়ে বড় ঈদের জামাত অনুষ্ঠিত হয় আদালত প্রাঙ্গণে। বৃহস্পতিবার সকাল ৮টায় ঈদের প্রথম জামাত অনুষ্ঠিত হয়। একই স্থানে ঈদের দ্বিতীয় জামাত অনুষ্ঠিত হয় সকাল সাড়ে ৮টায় অনুষ্ঠিত হয়।
প্রথম জামাতে ইমামতি করেন মাওলানা মোঃ এরশাদুল ইসলাম ও দ্বিতীয় জামাতে ইমামতি করেন, মাওলানা আবু বক্কর। ঈদুল ফিতরের তাৎপর্য তুলে ধরে ঈদগাহে আগত মুসল্লিদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন, কালেক্টরেট জামে মসজিদের সম্মানিত খতিব মাওলানা আবুল হাসেম, চম্পক নগর জামে মসজিদের সম্মানিত খতিব মাওলানা মাহাতাব উদ্দিন।
ইদুল ফিতরের নামাজ আদায় শেষে দেশ ও জাতির মঙ্গল কামনা করে মোনাজাত পরিচালনা করেন, ফিসারি ঘাট জামে মসজিদের সম্মানিত খতিব মাওলানা আব্দুল জলিল ও ফরেস্ট জামে মসজিদের সম্মানিত খতিব মাওলানা হাফেজ রহমতুল্লাহ। ৩-৪ হাজার মুসল্লি ইদুল ফিতরের নামাজে অংশগ্রহন করেন।
ইদ উদযাপন পরিচালনা কমিটির সদস্য ও মরহুম এসএম শহীদুল্লাহ সাহেবের বড় ছেলে মামুনের পরিচালনায় ইদ এতে উপস্থিত ছিলেন, জেলা প্রশাসকের প্রতিনিধি অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সাইফুল ইসলাম। এ-সময় ইদ জামাতে শুভেচ্ছা বক্তব্য রাখেন, মেয়র আকবর হোসেন চৌধুরী ও ৭ নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ জামাল উদ্দিন।
জেলা প্রশাসন ও পৌরসভা সূত্রে জানা যায়, রাঙামাটিতে ৫টি ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে। আদালত পাড়া মাঠ প্রাঙ্গণ, রাঙামাটি সরকারি কলেজ মাঠ, তবলছড়ি কেন্দ্রীয় ঈদগাহ মাঠ, উন্নয়ন বোর্ড মাঠ ও বনরুপা জামে মসজিদ।
২৯৯ নং আসনের সংসদ সদস্য দীপংকর তালুকদার এমপি, সংরক্ষিত আসনের মহিলা এমপি জ্বরতি তঞ্চঙ্গা, জেলা প্রশাসক মোহাম্মদ মোশারফ হোসেন খান ও পুলিশ সুপার মীর আবু তৌহিদ সবাইকে ইদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন।