‘সেরা পণ্যে সেরা অফার, ননস্টপ মিলিয়নিয়ার’ ৩০ জনের পর এবার কারা হবেন মিলিয়নিয়ার’, ‘রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার,’ এরকম নানা চমকপ্রদ অফারসম্বলিত ব্যানার, প্যানা, ফেস্টুন ও প্ল্যাকার্ড নিয়ে ওয়ালটন ‘ডিজিটাল ক্যাম্পেইন সিজন-২০’ এ ঘোষিত ননস্টপ মিলিয়নিয়ার অফার উপলক্ষে খাগড়াছড়ির রামগড়ে বর্ণাঢ্য র্যালি ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
আজ শনিবার (১ লা জুন) সোমা ইলেকট্রনিক্স রামগড় ওয়ালটন প্লাজা রামগড় শাখার ব্যবস্থাপক তাপস বিশ্বাসের পরিচালনায় শতাধিক গাড়ি নিয়ে জাঁকজমকপূর্ণভাবে র্যালি বের করা হয়। র্যালিটি রামগড় বালিকা উচ্চ বিদ্যালয়ে গিয়ে শেষ।
এসময় অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে ক্যাম্পেইনের প্রচার-প্রচারণামূলক কার্যক্রম উদ্বোধন করেন রামগড় উপজেলা পরিষদ চেয়ারম্যান বিশ্ব প্রদীপ কুমার কারর্বারী। বিশেষ অতিথি ছিলেন পৌরসভার মেয়র রফিকুল আলম কামাল, ওয়ালটন গ্রুপের রিজনার সেলস ম্যানেজার মো: সেলিম হোসেন সহ প্রমুখ।
র্যালির পাশাপাশি জনকল্যাণমুখী বিভিন্ন কর্মসূচি আয়োজন করা হয়। কর্মসূচির মধ্যে ছিল- শিক্ষার্থীদের মাঝে গাছের চারা , ছাতা ও উপহার সামগ্রী বিতরণ করা হয়। এসময় স্থানীয় ক্রেতাদের ননস্টপ মিলিয়নিয়ার ক্যাম্পেইন সম্পর্কে অবহিত করা সহ শিল্পী দিয়ে গানে গানে ক্যাম্পেইনের প্রচার চালানো হয়।