বাংলাদেশ তঞ্চঙ্গ্যা কল্যাণ সংস্থা (বাতকস) কেন্দ্রীয় কার্য নির্বাহী কমিটির সাধারণ ও পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। এটি সদ্যগঠিত কমিটির প্রথম সভা। শুক্রবার (১১ অক্টোবর) সকাল ১০টায় পার্বত্য জেলা বান্দরবান এলাকায় বালাঘাটা বৌদ্ধ বিহার প্রাঙ্গণে এই সভা অনুষ্ঠিত হয়েছে।
সভায় কেন্দ্রীয় কমিটির সভাপতি দীপ্তিময় তালুকদারের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মিলন প্রফেসর, উজ্জ্বল তঞ্চঙ্গ্যা, অজিত তালুকদার, সুচিত্রা তঞ্চঙ্গ্যা, রনজিত তঞ্চঙ্গ্যা, শাক্যমিত্র তঞ্চঙ্গ্যা, নাজিব কুমার তঞ্চঙ্গ্যা তাপস তঞ্চঙ্গ্যা, বাপ্পী তঞ্চঙ্গ্য সহ বিলাইছড়ি, কাউখালি, রাঙামাটি, কাপ্তাই, বান্দরবান কক্সবাজার সহ ১২ অঞ্চলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সভায় শিক্ষা, সংস্কৃতি, ক্রীড়া, জনসংখ্যা নিরুপন, সঞ্চয় আদায়, গঠন তন্ত্র পুনঃসংস্কার, সম্প্রদায়ের উন্নয়ন ইত্যাদি বিষয়ে আলোচনা করা হয়।
উল্লেখ্য যে, ১৯৮৩ সালে কেন্দ্রীয় কার্য নির্বাহী কমিটি গঠন করা হলে বিগত ২৬ এপ্রিল ২০২৪ ইং তারিখে কাপ্তাই উপজেলায় ওয়াগ্গায় বাংলাদেশ তঞ্চঙ্গ্যা কল্যাণ সংস্থা’র (বাসকত্) এর মহা সম্মেলন অনুষ্ঠিত হয়। তা পরে বুধবার ২২ আগস্ট পূর্ণাঙ্গ কমিটি প্রকাশ করা হয়। বাংলাদেশে প্রায় ৪৫টি ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মধ্যে তঞ্চঙ্গ্যা সম্প্রদায় বা জাতি হলো একটি।