রাঙামাটিতে রাস্তার পাশের অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান পরিচালনা করেছে রাঙামাটি পৌরসভা।
রবিবার (০৭ মে) সকালে শহরের হ্যাপি মোড়
থেকে বনরুপা কাট্টালতলী পর্যন্ত অভিযান পরিচালনা করা হয়। এসময় মূল রাস্তার পাশে গড়ে ওঠা ভাসমান অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে পৌর কর্তৃপক্ষ।
এ সময় রাঙামাটি পৌরসভার মেয়র আকবর হোসেন চৌধুরী বলেন, পর্যটন নগর রাঙামাটি শহরটাকে পরিষ্কার পরিচ্ছন্নতা মুক্ত, যানজট মুক্ত শহর বির্নিমানের লক্ষ্যে এই উচ্ছেদ অভিযান পরিচালনা করা হচ্ছে। এর আগে মাইকিং করে প্রচারণা চালানো হয়েছে। যাতে শহরের মূল রাস্তার পাশে গাড়ি ও জনগণের চলাচলের ক্ষেত্রে যে বাধা গ্রস্ত না হয় সে জন্য ফুটপাতের যত্রতত্র ভাসমান দোকানগুলো সরিয়ে নিতে আমাদের এই উচ্ছেদ অভিযান চলমান থাকবে।
তিনি আরো বলেন, প্রাথমিক ভাবে কাউকে অর্থদন্ড দেওয়া হয়নি সবাইকে সর্তক করা হয়েছে। তবে পরবর্তীতে এ ব্যাপারে ব্যবস্থা নেওয়া হবে।
উচ্ছেদ অভিযানে পৌরসভার নেজারত ডিপুটি কালেক্টর মুহাম্মদ ইনামুল হাছান, পৌর কাউন্সিলর জামাল উদ্দিনসহ পৌরসভার কর্মকর্তারা উপস্থিত ছিলেন।