বুধবার, মার্চ ২২News That Matters

রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ৭মার্চ পালন

শেয়ার করুন:

 

নিজস্ব প্রতিবেদক, রাঙামাটি

রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়  যথাযোগ্য মর্যাদায়  “ঐতিহাসিক ৭ মার্চ” জাতীয় দিবস পালন করেছে।

দিবসটি উপলক্ষে রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ঝগড়াবিল বঙ্গবন্ধু ম্যুরালে” পুস্পস্তবক অর্পণ করে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন প্রো-ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. কাঞ্চন চাকমা।

এছাড়াও “বঙ্গবন্ধু ম্যুরালে” পুস্পস্তবক অর্পণ করার সময় বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) জনাব অঞ্জন কুমার চাকমা, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

ঐতিহাসিক ৭ই মার্চ উপলক্ষে দিনব্যাপী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কর্তৃক ১৯৭১ সালের ৭ই মার্চ রেসকোর্স ময়দানে প্রদত্ত ভাষণ রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ঝগড়াবিলস্থ স্থায়ী ক্যাম্পাসে প্রচার করা হচ্ছে।

বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস, ছাত্র ও ছাত্রীদের আবাসিক হলে সন্ধ্যা থেকে রাত পর্যন্ত আলোকসজ্জার ব্যবস্থা করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *