রাঙামাটি রাজস্থলীতে শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৪ ডিসেম্বর) সকালে উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা নির্বাহী অফিসার ( ইউএনও) সজীব কান্তি রুদ্র সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডাঃ সফিউল্লাহ সিবলী, রাজস্থলী প্রেস ক্লাব সভাপতি আজগর আলী খান, ওসি ইকবাল বাহার চৌধুরী, উপজেলা বিএনপির সভাপতি খলিলুর রহমান, উপজেলা বিএন পির সদস্য জিকো দে, বাংলাদেশ জামায়াত ইসলামী রাজস্থলী উপজেলা শাখা আমির মাওলানা ফরিদুর ইসলাম, মৎস্য কর্মকর্তা আরাফাত হোসেন, উপজেলা কৃষি সম্প্রসারন কর্মকর্তা আবুল খায়ের সাংবাদিক হাবীবুউল্লাহ মেজবা সহ উপজেলা প্রশাসনের কর্মকর্তা ও বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সাংবাদিক নেতৃবৃন্দ।
উল্লেখ্য, ১৯৭১ সালে স্বাধীনতা যুদ্ধের বিজয়ের মাত্র ২ দিন আগে পাকিস্তানি হানাদার শত্রুরা বাংলাদেশর বুদ্ধিজিবীদের পরিকল্পিতভাবে হত্যা করে বাংলাদেশের স্বাধীনতাকে নস্যাৎ করতে চেয়েছিল, বক্তারা আরও বলেন শহীদ বুদ্ধিজীবীরা যেমন জীবন দিয়ে স্বাধীনতাকে রক্ষা করেছেন আমরাও জীবন দিয়ে হলেও দেশ ও দেশের স্বাধীনতাকে রক্ষা করব।