বুধবার কাউখালীতে অনুষ্ঠিত তারুণ্যের উৎসব উদযাপন উপলক্ষে আয়োজিত এক সভায় বক্তারা বলেছেন, উদ্যোক্তা হতে হলে দৃঢ় বিশ্বাস এবং ধৈয্য থাকতে হবে। যারাই ধৈয্য ধারন করে কোন কিছু করার উদ্যোগ নেয় তারা সফলতা অর্জন করতে পারে।নিজেকে নিয়ে স্বপ্ন দেখতে হবে। তাই নিজেদের আত্নপ্রত্যয়ী হয়ে সামনের দিকে এগিয়ে যেতে হবে। সরকারী বিভিন্ন দপ্তরের সাথে সংযোগ স্থাপন করে যেসকল সুযোগ সুবিধা আছে তার সুফল সর্বত্র ছড়িয়ে দিতে হবে।
এসো দেশ বদলাই,পৃথিবী বদলাই এই প্রতিপাদ্যকে সামনে রেখে তারুণ্যের উৎসব উদযাপন উপলক্ষে উদ্যোক্তা হওয়ার মাধ্যমে বেকারত্ব দূরীকরণ বিষয়ে এক আলোচনা সভা বুধবার দুপুরে কাউখালী উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়। কাউখালী উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা কার্যালয়ের উদ্যোগে এ সভা অনুষ্ঠিত হয়।
কাউখালী উপজেলা নির্বাহী অফিসার কাজী আতিকুর রহমানের সভাপতিত্বে অনুষ্টিত সভায় অন্যান্যর মধ্যে বক্তব্য রাখেন কাউখালী উপজেলা কৃষি কর্মকর্তা রাসেল সরকার, উপজেলা প্রানী সম্পদ কর্মকর্তা সুচয়ন চৌধুরী, উপজেলা সমাজসেবা কর্মকর্তা শাহাবুদ্দিন হোসাইন, রিসোর্স সেন্টারের ইন্সট্রাকটর মোঃ গিয়াস উদ্দিন, উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ আরিফুল ইসলাম, কাউখালী থানার এস আই জুলফিকার ,ছাত্রপ্রতিনিধি ফিরোজ মাহমুদ, মেহেদী হাসান, ইসলামী আন্দোলনের প্রতিনিধি মোঃ শহীদুল ইসলাম, রেডক্রিসেন্ট সোসাইটির প্রতিনিধি শাহরিয়ার ইমন রাশেল প্রমুখ।
তারুণ্যের উৎসব উদযাপন উপলক্ষে কাউখালী উপজেলা সমাজ সেবা কার্যালয়ের উদ্যোগে প্রতিবন্ধী শনাক্তকণ জরিপ, এবং বেতবুনিয়ায় মাতৃকেন্দ্রে নিরাপদ মাতৃত্ব বিষয়ে উঠান বৈঠকের আয়োজন করা হয়। এ আলোচনা সভায় বিভিন্ন স্কুল, কলেজ, মাদ্রাসা, বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রী এবং বিভিন্ন সামাজিক সংগঠনের তরুন প্রতিনিধিরা অংশগ্রহন করেন।