খাগড়াছড়ির দীঘিনালা উপজেলায় এক গৃহবধূকে ধর্ষণের অভিযোগে মোঃ হোসেন মিয়া(৩০) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে দীঘিনালা থানা পুলিশ।
গত সোমবার দিবাগত রাত ১ টার দিকে উপজেলার মেরুং ইউনিয়নের ৪ নং ওয়ার্ড বেতছড়ি পশ্চিম পাড়া আশ্রয়ন প্রকল্পের শিবির এলাকা থেকে স্থানীয়দের সহযোগিতায় অভিযুক্ত মোঃ হোসেন মিয়া’কে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত মোঃ হোসেন মিয়া একই এলাকার আশ্রয়ন প্রকল্পের বাসিন্দা মৃত খলিল মিয়ার ছেলে।
থানার এজাহার সূত্রে জানা যায়, ভুক্তভোগী ঐ নারী ৩ সন্তানের জননী। গ্রেপ্তারকৃত যুবক প্রায়ই উত্ত্যক্ত ও কু-প্রস্তাব দিত। স্বামী বাসায় না থাকায় জোরপূর্বক ঘরে প্রবেশ করে ইচ্ছের বিরুদ্ধে গিয়ে তাকে ধর্ষণ করে। এদিকে গৃহবধূর চিৎকারে আশে পাশের লোকজন এসে যুবককে ধরে পুলিশে সোপর্দ করে।
দীঘিনালা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোঃ জাকারিয়া জানান, ধর্ষনের শিকার ভুক্তভোগী এক নারী বাদী হয়ে থানায় এজাহার দায়ের করেছে। অভিযুক্তের বিরুদ্ধে নারী নির্যাতন আইনের ৯ এর ১ ধারায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে। এছাড়াও গতকাল রাতে স্থানীয়দের সহযোগীতায় ধর্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ। আইনি প্রক্রিয়ায় তাকে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।