খাগড়াছড়ির রামগড়ে পুলিশের অভিযানে দেশীয় তৈরী একটি এলজি ও একটি কার্তুজ উদ্ধার করা হয়েছে। রবিবার দুপুরে ১নং রামগড় ইউনিয়নের যৌথখামার সরকারি বিদ্যালয়ে প্রবেশ পথে ঝোপের মধ্যে হতে এই অস্ত্রটি উদ্ধার করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, রবিবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে বিদ্যালয় প্রবেশ পথে ঝোপের মধ্যে পরিত্যক্ত অবস্থায় অস্ত্র পড়ে আছে এমন সংবাদ পেয়ে পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে পরিত্যক্ত একটি এলজি (বন্দুক) ও একটি কার্তুজ উদ্ধার করেন।
রামগড় থানার ওসি মোহাম্মদ মঈন উদ্দীন জানান, উদ্ধারকৃত অস্ত্রটি তালিকা মূলে জব্দ করে আলামত জিডি মূলে থানা হেফাজতে আছে। বিধি মোতাবেক আইনগত ব্যবস্থা গ্রহণ করা হইবে।