জামায়াতে ইসলামী চকরিয়া উপজেলার মালুমঘাট সাংগঠনিক ইউনিয়ন শাখার উদ্যোগে সাপ্তাহব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচীর উদ্বোধন করা হয়েছে। রবিবার (৬ জুলাই)বিকাল ৫ টায় মালুমঘাটে এই কর্মসূচীর আনুষ্ঠানিক উদ্বোধন করেন জামায়াতে ইসলামীর স্থানীয় নেতৃবৃন্দ।
কর্মসূচীর উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পৌর জামায়াতের সাংগঠনিক সম্পাদক এস এম আলী জিন্নাহ, চকরিয়া উপজেলার উলামা বিভাগের সহ সভাপতি মৌলানা নুরুল আমিন, মালুমঘাট সাংগঠনিক ইউনিয়নের সভাপতি জমির উদ্দীন, সহ-সভাপতি সাদেক আহমদ, শাহ আলম মানিক,শ্রমিক কল্যাণ ফেডারেশনের ইউনিয়নের সাধারণ সম্পাদক নুরুল আমিন, মালুমঘাট জামায়াত নেতা আবদু সত্তার, শামসুল আলম, কাইছার হামিদ মোজাফফর হক নুরুল ইসলাম ইন্জিনিয়ার আবু রাশেদ মোহাম্মদ আরিফসহ শিবিরের স্থানীয় নেতৃবৃন্দসহ এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ।
এই সময় বিভিন্ন প্রজাতির ফলজ, বনজ ও ভেষজ গাছ রোপণ করা হয়। সাপ্তাহব্যাপী কর্মসূচীর আওতায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, মসজিদ-মাদ্রাসা ও রাস্তাঘাটের পাশে গাছ রোপণ করা হবে বলে জানান আয়োজকরা।