পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক), রাঙামাটি এর উদ্যোগে ফল উৎসব-২০২৫ অনুষ্ঠিত হয়েছে। আজ ০৮ জুলাই ২০২৫ খ্রি. পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক), রাঙ্গামাটি এর উদ্যোগে বর্ণাঢ্য ফল উৎসব অনুষ্ঠিত হয়। রাঙ্গামাটি জেলা পুলিশ লাইন্স কনফারেন্স রুমে আয়োজিত এই উৎসবে জেলার বিভিন্ন স্তরের পুলিশ সদস্যরা অংশগ্রহণ করেন।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙ্গামাটি পার্বত্য জেলার পুলিশ সুপার ড. এস এম ফরহাদ হোসেন এবং ফল উৎসব-২০২৫ এর উদ্বোধন ঘোষণা করেন পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক), রাঙ্গামাটি-এর সভানেত্রী উরুবান আতরাবা তামান্না।
প্রধান অতিথির বক্তব্যে পুলিশ সুপার বলেন, আমাদের পুলিশ সদস্যরা দিনরাত জননিরাপত্তা নিশ্চিত করতে নিরলস পরিশ্রম করেন। এ ধরনের আয়োজন তাদের মানসিক প্রশান্তি এবং পারস্পরিক সম্প্রীতি বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। ভবিষ্যতে আরও বৃহৎ পরিসরে এ ধরনের অনুষ্ঠান আয়োজনের পরিকল্পনা রয়েছে।
উৎসবে আম, কাঁঠাল, আনারস, পেঁপে, কলা সহ বিভিন্ন প্রকার মৌসুমি ফল প্রদর্শন ও পুলিশ সদস্যদের মাঝে বিতরণ করা হয়। অনুষ্ঠানে জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা, পুলিশ নারী কল্যাণ সমিতির সদস্যবৃন্দ এবং বিভিন্ন স্তরের পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।