বৃহস্পতিবার (১০ জুলাই) প্রকাশিত ২০২৫ সালের এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফলে রাঙামাটির কাপ্তাই উপজেলার পাশের হার ৬৭.৬৩%। সর্বমোট জিপিএ- ৫ পেলো ৭০ জন। তৎমধ্যে এসএসসিতে পাশের হার ৬৫.৩১%, দাখিলে ৮২.০৬% এবং কারিগরিতে ৮৬%। কাপ্তাই উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস হতে এই তথ্য পাওয়া যায়।
কাপ্তাই উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সৈয়দ মাহমুদ হাসান জানান, এই বছর কাপ্তাই উপজেলায় এসএসসিতে ১৩টি শিক্ষা প্রতিষ্ঠান হতে সর্বমোট ৯শত ৬০ জন পরীক্ষার্থী অংশ নিয়ে পাস করেছেন ৬শত ২৭ জন। এখানে পাশের হার ৬৫.৩১%। সর্বমোট জিপিএ- ৫ পেয়েছেন ৬৯ জন। শতভাগ পাস করেছেন কাপ্তাই নৌ-বাহিনী স্কুল এন্ড কলেজ। এই প্রতিষ্ঠান হতে সর্বমোট ১ শত ২ জন অংশ নিয়ে সবাই পাস করেছেন। জিপিএ- ৫ পেয়েছে ৪৭ জন। এছাড়া কাপ্তাই বিদ্যুৎ উন্নয়ন বোর্ড মাধ্যমিক বিদ্যালয় হতে জিপিএ -৫ পেয়েছে ১৯ জন, নারানগিরি সরকারি উচ্চ বিদ্যালয়, শহীদ শামসুদ্দিন বালিকা উচ্চ বিদ্যালয় এবং কেপিএম স্কুল হতে ১ জন করে জিপিএ-৫ পেয়েছেন।
এদিকে প্রকাশিত দাখিল পরীক্ষায় কাপ্তাই উপজেলার ২ টি মাদ্রাসা হতে ৯৬ জন পরীক্ষার্থী অংশ নিয়ে ৭৮ জন পাস করেছেন। পাসের হার ৯২.০৬%। জিপিএ -৫ পেয়েছে আল আমিন নুরিয়া মাদ্রাসা হতে ১ জন।
অপরদিকে কারিগরি পরীক্ষায় কাপ্তাই উপজেলায় বড়ইছড়ি কর্ণফুলী নুরুল হুদা কাদেরী উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ৫০ জন পরীক্ষা অংশ নিয়ে ৪৩ জন পাস করেছেন। পাসের হার: ৮৬%।