সাপ্তাহ জুড়ে বৃষ্টি অব্যাহত থাকায় রাঙামাটির কাপ্তাই লেকে পানি উচ্চতা ১০৭ ফুট মীনস সি লেভেল এর কাছাকাছি পৌঁছেছে। আজ রবিবার (৩ আগস্ট) সকাল ১০ টার কিছু সময় পরে কাপ্তাই পানি বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের (কপাবিকে) ব্যবস্থাপক প্রকৌশলী মাহমুদ হাসান এর সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, আজ রবিবার ( ৩ আগস্ট) সকাল ১০টা পর্যন্ত কাপ্তাই লেকে পানির উচ্চতা ছিল ১০৬. ৮৪ ফুট মীনস সি লেভেল। এর আগে গতকাল শনিবার (২ আগস্ট) রাত ৮টা পর্যন্ত কাপ্তাই লেকে পানির উচ্চতা ছিল ১০৬. ৪২ ফুট মীনস সি লেভেল।
তিনি আরোও জানান, যে হারে বৃষ্টি হচ্ছে মুহূর্তে মুহূর্তে লেকের পানি বৃদ্ধি পাচ্ছে। কাপ্তাই লেকে পানির ধারণ ক্ষমতা ১০৯ ফুট মীনস সি লেভেল, যদি লেকের পানি ১০৮ ফুট মীনস সি লেভেল এর কাছাকাছি বা ১০৮ ফুট অতিক্রম করে তাহলে কাপ্তাই পানি বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের ১৬ টি জলকপাট পর্যায়ক্রমে খুলে দিয়ে আমরা লেক হতে কর্ণফুলি নদীতে পানি নির্গমন করবো। তবে বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে সভা করে নোটিশ আকারে সর্ব সাধারণকে জানিয়ে দেওয়া হবে।
এদিকে পানির উপর নির্ভরশীল কাপ্তাই পানি বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের ৫ টি ইউনিট চালু রয়েছে বলে জানান- কেন্দ্রের ব্যবস্থাপক প্রকৌশলী মাহমুদ হাসান। তিনি জানান, রবিবার (৩ আগস্ট) সকাল ৯ টা পর্যন্ত এই কেন্দ্রের ৫ টি ইউনিট হতে সর্বমোট ২ শত ২১৯ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হয়েছে।
তৎমধ্যে ১ ও ২ ইউনিট হতে প্রতিটিতে ৪৬ মেগাওয়াট করে ৯২ মেগাওয়াট, ৩ নং ইউনিট হতে ৪৭ মেগাওয়াট এবং ৪ ও ৫ নং ইউনিট হতে প্রতিটিতে ৪০ মেগাওয়াট করে ৮০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হয়েছে।
প্রসঙ্গত: ২ শত ৩০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা সম্পন্ন কাপ্তাই পানি বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের উৎপাদিত বিদ্যুৎ জাতীয় গ্রিডে সঞ্চালন করা হচ্ছে বলে জানান বিদ্যুৎ কেন্দ্রের দায়িত্বরত প্রকৌশলীরা।