বিলাইছড়িতে উপজেলা প্রশাসন কর্তৃক জুলাই গণঅভ্যুত্থান দিবস পালন করা হয়েছে। মঙ্গলবার (৫ আগষ্ট) দিবসটি উপলক্ষে কনফারেন্স রুমে এক আলোচনা সভার আয়োজন করা হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ মামুনুল হক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা রাজেশ প্রসাদ রায়, বিলাইছড়ি থানার অফিসার ইনচার্জ মানস বড়ুয়া, সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সুনীল কান্তি দেওয়ান। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন উপ-সহকারী কৃষি কর্মকর্তা রুবেল বড়ুয়াসহ অন্যান্য কর্মকর্তা ও কলেজের শিক্ষার্থীরা।