কক্সবাজারের ঈদগাঁও উপজেলা জামায়াত ইসলামীর উদ্যোগে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে কক্সবাজার ৩ আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী শহীদুল আলম বাহাদুরের নির্বাচনী কার্যক্রম জোরদার করার লক্ষে অনলাইন কর্মশালা অনুস্টিত হয়েছে।
গতকাল রবিবার (৩১ আগস্ট) বিকেলে ঈদগাঁও পাবলিক হল মিলানায়তনে উপজেলা আমীর মৌলানা ছলিম উল্লাহ জিহাদি কর্মশালার শুভ উদ্বোধন করেন।
নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব, জেলা সাংগঠনিক সম্পাদক আল আমিন মোঃ সিরাজুল ইসলামের পরিচালনায় এসময় উপজেলা জামায়াত সেক্রেটারি মৌলানা নুরুল আজিম, ডা:সোলায়মান মোর্শেদ, জেলা শিবিরের সাবেক সেক্রেটারি লায়েক ইবনে ফাজেল, গণমাধ্যমকর্মী আতিকুর রহমান ও মিছবাহ উদ্দিন বক্তব্য রাখেন। কর্মশালায় অনলাইন এক্টিভিস্টদেরকে আসন্ন জাতীয় নির্বাচন গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে সরব থেকে দেশ ও আন্তর্জাতিক মিডিয়ায় তুলে ধরার আহ্বান জানানো হয়েছে।