দীর্ঘ ১৮ বছর পর রাঙামাটির কাপ্তাই উপজেলার ৪নং কাপ্তাই ইউনিয়নের ৫ নং ওয়ার্ড বিএনপির গনতান্ত্রিক পদ্ধতিতে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৮ সেপ্টেম্বর) বিকাল ৪টা হতে ৫টা পযন্ত ৪নং কাপ্তাই ইউনিয়ন পরিষদ কার্যালয়ে গোপন ব্যালেটের মাধ্যমে এই নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে সভাপতি পদে ৩জন এবং সাধারণ সম্পাদক পদে ৫জন প্রতিদ্বন্দ্বিতা করে। এসময় ৩৮ ভোটার ভোটাধিকার প্রয়োগ করেন। নির্বাচনে সভাপতি পদে মো.তোফাজ্জল হোসেন, সাধারণ সম্পাদক পদে মো.জিয়া নির্বাচিত হয়। সাংগঠনিক সম্পাদক পদে কোন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা না করায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় মোঃ আব্দুর রাজ্জাক নির্বাচিত হয়। বিকাল সাড়ে পাঁচটায় নির্বাচনের ফলাফল ঘোষণা করে নির্বাচন কমিশনার রাঙামাটি জেলা বিএনপির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক মো ইকরাম হোসেন বেলাল,কাপ্তাই উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক আবু বক্কর ছিদ্দিক ও মো বেলাল হোসেন, কাপ্তাই ইউনিয়ন বিএনপি সভাপতি মো ইউসুফ এবং সম্পাদক মো কামাল হাকিম।