বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি, রাঙামাটি ইউনিটের বিশেষ সাধারণ সভা ও ইউনিট কার্যকরী কমিটির নির্বাচন ২০২৫ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকাল ১০টায় রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের হলরুমে এ সভা ও নির্বাচন অনুষ্ঠিত হয়।
সভায় প্রথম অধিবেশনে বিশেষ সাধারণ সভার সভাপতিত্ব করেন ইউনিটের ভাইস চেয়ারম্যান এস. এম. শফিউল আজম। পরবর্তীতে দ্বিতীয় অধিবেশনে নির্বাচন পরিচালনা কমিটির প্রধান নির্বাচন কমিশনার মো. নিজাম উদ্দিন সভাপতিত্ব করেন এবং চূড়ান্ত ফলাফল ঘোষণা করেন।
সভায় উপস্থিত ছিলেন রেড ক্রিসেন্টের আজীবন সদস্যগণ, নবনিযুক্ত ইউনিট লেভেল অফিসার মোঃ মঈনুল ইসলাম পলাশ, যুব প্রধান দেলোয়ার হোসেন তানভীরসহ সংগঠনের অন্যান্য সদস্য ও স্বেচ্ছাসেবীরা।
ভাইস চেয়ারম্যান পদে আজীবন সদস্য এস. এম. শফিউল আজম ও মোঃ জসিম উদ্দিন মনোনয়নপত্র সংগ্রহ করেন। সেক্রেটারি পদে সাহিদা আক্তার ও মোঃ সাইফুল ইসলাম এবং কার্যকরী সদস্য পদে মনোয়ারা বেগম, গঙ্গা মানিক চাকমা, মোঃ অলি আহাদ, মোঃ হারুন আর রশিদ, আব্দুল আহাদ, মোছা. নুরজাহান বেগম, মোঃ আলমগীর ও সুমন মারমা মনোনয়নপত্র জমা দেন।
পরে ভাইস চেয়ারম্যান প্রার্থী মোঃ জসিম উদ্দিন, সেক্রেটারি প্রার্থী সাহিদা আক্তার ও কার্যকরী সদস্য পদপ্রার্থী অলি আহাদ, নুরজাহান বেগম এবং সুমন মারমা তাদের প্রার্থিতা প্রত্যাহার করেন। ফলে বাকি প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন।
নির্বাচিতরা হলেন, ভাইস চেয়ারম্যান এস. এম. শফিউল আজম, সেক্রেটারি মোঃ সাইফুল ইসলাম, এবং কার্যকরী সদস্য হিসেবে মনোয়ারা বেগম, গঙ্গা মানিক চাকমা, মোঃ হারুন আর রশিদ, আব্দুল আহাদ ও মোঃ আলমগীর।
ফলাফল ঘোষণা শেষে নবনির্বাচিত ভাইস চেয়ারম্যান এস. এম. শফিউল আজম সমাপনী বক্তব্যে বলেন, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি মানবতার প্রতীক। আমরা নবনির্বাচিত কমিটি হিসেবে মানবতার সেবায় আন্তরিকভাবে কাজ করতে চাই। আজীবন সদস্য ও স্বেচ্ছাসেবীদের নিয়ে ঐক্যবদ্ধভাবে রাঙামাটি ইউনিটকে আরও কার্যকরভাবে গড়ে তুলবো।
সভা শেষে নবনির্বাচিত কমিটি রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও কার্যকরী কমিটির সভাপতি কৃষিবিদ কাজল তালুকদারের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।


















