খাগড়াছড়ির লক্ষ্মীছড়ি উপজেলার বর্মাছড়িমুখের বাকছড়ি এলাকায় সংরক্ষিত বনাঞ্চলের অবৈধ কাঠ পাচার কালে জব্দ করেছে সেনাবাহিনীর লক্ষ্মীছড়ি জোন।
সেনাবাহিনীর সূত্রে জানা যায়, আজ শনিবার বিকাল ৩ টার দিকে খিরাম সেনা ক্যাম্পের নিয়মিত টহলকারী একটি টিম বর্মাছড়িমুখের বাকছড়ি এলাকায় সংরক্ষিত বনাঞ্চলের কাঠ পাচারকালে জব্দ করে। যার বাজার মুল্য আনুমানিক ৪ লক্ষ টাকা। নিরাপত্তা বাহিনীর উপস্থিতি টের পেয়ে পাচারকারীরা পালিয়ে যায়। এদিকে জব্দকৃত কাঠ বন বিভাগের কাছে হস্তান্তর করা হয়েছে।।এর আগে ২৯ অক্টোবর ৪ হাজার ঘনফুট কাঠ জব্দ করে সেনাবাহিনী
৩২ ফিল্ড আর্টিলারি লক্ষ্মীছড়ি জোনের অধিনায়ক, তাজুল ইসলাম বলেন, বার্মাছড়িমুখ এলাকায় নিরাপত্তা বাহিনীর উপস্থিতি বাধাগ্রস্ত করার মূল উদ্দেশ্য ছিল ইউপিডিএফ (মূল) ও পাচারকারী চক্রের অবৈধ কার্যক্রম অব্যাহত রাখা। নিরাপত্তা বাহিনী দৃঢ়ভাবে শান্তি ও আইনের শাসন প্রতিষ্ঠার স্বার্থে এসব চক্রের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে। বাংলাদেশ সেনাবাহিনী সর্বদা দেশের সার্বভৌমত্ব, নিরাপত্তা ও উন্নয়নের স্বার্থে জনগণের পাশে থেকে দায়িত্ব পালন করে যাচ্ছে এবং ভবিষ্যতেও সেই অঙ্গীকার দৃঢ়ভাবে পালন করবে।


















