রাঙামাটিতে আন্তর্জাতিক অভিবাসী দিবস ও জাতীয় প্রবাসী দিবস উপলক্ষে জেলা প্রশাসনসহ সংশ্লিষ্ট দপ্তরগুলোর যৌথ আয়োজনে র্যালি, আলোচনা সভা ও সামাজিক কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
আজ বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর ২০২৫) সকালে জেলা প্রশাসক কার্যালয় প্রাঙ্গণে বেলুন উড়িয়ে দিবসটির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। এ উপলক্ষে র্যালি ও শীতবস্ত্র বিতরণ কর্মসূচি পালন করা হয়। পরে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ রুহুল আমিন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক নাজমা আশরাফি এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার জসিম উদ্দিন চৌধুরী।
সভায় বক্তব্য রাখেন জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসের সহকারী পরিচালক মো. হামিদুল হক, ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি, রাঙামাটি পার্বত্য জেলার ব্যবস্থাপক মুহাম্মদ নাজমুল হক এবং রাঙামাটি কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষ কাজী বরকতুল ইসলাম। অনুষ্ঠানে প্রেজেন্টেশন উপস্থাপন করেন মো. হামিদুল হক।
ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি’র ব্যবস্থাপক মুহাম্মদ নাজমুল হক তার বক্তব্যে বলেন, প্রবাসীদের সর্বোচ্চ সহযোগিতা দিতে ইসলামী ব্যাংক বদ্ধপরিকর এবং ভবিষ্যতেও এ সহযোগিতা অব্যাহত থাকবে।
কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষ কাজী বরকতুল ইসলাম বলেন, কারিগরি প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ জনশক্তি তৈরি করা হচ্ছে, যা বিদেশে কর্মসংস্থান নিশ্চিত করার পাশাপাশি দেশের রেমিট্যান্স বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক নাজমা আশরাফি বলেন, দালালের মাধ্যমে বিদেশ গমন থেকে সবাইকে বিরত থাকতে হবে। কাজের ধরন ও পরিবেশ সম্পর্কে জেনে, নির্দিষ্ট দক্ষতা অর্জন করেই বিদেশে যাওয়ার আহ্বান জানান তিনি।
আলোচনা সভা শেষে সভাপতির বক্তব্য প্রদান করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ রুহুল আমিন। পরে অনুষ্ঠানে সম্মাননা ক্রেস্ট, শিক্ষা বৃত্তি ও প্রবাসী কল্যাণ ব্যাংকের চেক বিতরণ করা হয়।
এ সময় ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি, রাঙামাটি পার্বত্য জেলার পক্ষ থেকে ওমান প্রবাসী মো. সোহেলকে সর্বোচ্চ রেমিট্যান্স প্রেরণকারী হিসেবে তার পরিবারের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেওয়া হয়। পাশাপাশি প্রবাসী আহমদ কবিরের কন্যা শিক্ষার্থী ফাতেমা আক্তার ঝরনাকে ৩৪ হাজার টাকা শিক্ষা বৃত্তি এবং কাতারগামী অভিবাসী মো. শরীফ উদ্দিনকে প্রবাসী কল্যাণ ব্যাংকের পক্ষ থেকে ৩ লক্ষ টাকার চেক প্রদান করা হয়।
অনুষ্ঠানে সরকারি কর্মকর্তা, ব্যাংক প্রতিনিধি, প্রশিক্ষণ সংশ্লিষ্ট ব্যক্তি ও বিভিন্ন শ্রেণি পেশার মানুষ উপস্থিত ছিলেন।


















