রান্নার জন্য প্রস্তুতি হিসেবে পানি গরম করা হয়েছিল। এর পাশেই খেলছিল সাড়ে ৫ বছরে শিশু মোহাম্মদ মুস্তাকিম। খেলার একপর্যায়ে গরম পানির পাতিলে পড়ে যায় শিশু মুস্তাকিম তাকে সাথে সাথে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চিকিৎসাধীন অবস্থায় গতকাল ২৭ ডিসেম্বর শনিবার রাত ৯টাই চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়। (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
নিহত মুস্তাকিম চন্দনাইশ উপজেলার বরমা ইউনিয়নের ৯নং ওয়ার্ড চরবরমা এলাকার মোহাম্মদ মনির খাঁনের ২য় ছেলে। ২৭ ডিসেম্বর সকালে চন্দনাইশ উপজেলার বরমা ইউনিয়নের মধ্যম চরবরমা এলাকায় এ ঘটনা ঘটে।
স্বজন ও স্থানীয় সূত্রে জানা যায়, মনির খানের তালই মারা যাওয়ায় তালই বাড়িতে রান্না বান্না করে নিয়ে যাওয়ার জন্য রান্নার প্রস্তুতি হিসেবে গরম পানি গরম করা হয়েছিল। এর পাশেই খেলছিল সাড়ে ৫ বছরে শিশু মোহাম্মদ মুস্তাকিম। খেলার একপর্যায়ে গরম পানির পাতিলে পড়ে যায় এতে শরীরের বেশির ভাগ অংশ পুড়ে যাই। মুস্তাকিম চরবরমা এলাকার নুরানি মাদ্রাসার প্রথম শ্রেনির ছাত্র। ২৮ ডিসেম্বর সকাল ১১টাই চরবরমা এলাকায় মুস্তাকিমের জানাযার নামাজ শেষে চরবরমা জামে মসজিদ সংলগ্ন কবরস্থানে দাপন করা হয়।


















