রাঙামাটিতে বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়েছে। এতে বিএনপি সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী, সামাজিক সংগঠন ও সর্বস্তরের জনগণ অংশ নেন। এসময় বেগম খালেদা জিয়ার মাগফেরাত কামনা করে দোয়া করা হয়।
আজ (বুধবার, ৩১ ডিসেম্বর) দুপুরে রাঙামাটি পৌরসভা প্রাঙ্গণে জেলা বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে জাতীয় সংসদ প্রাঙ্গণের সাথে মিলিয়ে এই জানাজা ও দোয়া অনুষ্ঠিত হয়।
জানাজা শেষে শহরের ফিশারি জামে মসজিদের ইমাম আবদুল জলিল দোয়ানও মোনাজাত পরিচালনা করেন। এছাড়া জেলা সদরসহ উপজেলাগুলোর বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানে খতমে কোরআন ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।
জানাজায় অংশ নেয়া বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা আগামী দিনে বেগম খালেদা জিয়ার আদর্শ অনুসরণ করার প্রত্যয় জানান।


















