২৯৯ রাঙামাটি সংসদীয় আসনে জামায়াতে ইসলামী মনোনীত এমপি প্রার্থী এ্যাডভোকেট মোখতার আহম্মদ রিটার্নিং কর্মকর্তার কাছে স্বশরীরে উপস্থিত হয়ে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন হতে তার মনোনয়নপত্র প্রত্যাহার করে নিয়েছেন।
কেন্দ্রের সিদ্ধান্ত মোতাবেক জামায়াতে ইসলামী বাংলাদেশ এই আসনটি বাংলাদেশ খেলাফত মজলিশকে ছেড়ে দেয়। এই আসনে বাংলাদেশ খেলাফত মজলিশ মনোনীত এমপি পদপ্রার্থী মাওলানা মোঃ আবু বক্কর ছিদ্দিক নির্বাচনে লড়ছেন। তিনি বলেন, আমার দল বাংলাদেশ খেলাফত মজলিশ মনোনীত ১০দলের প্রার্থী হিসেবে আমাকে রাঙামাটি আসনে নির্বাচন করার জন্য অনুমতি দিয়েছেন। কেন্দ্রীয় কমিটির সিদ্ধান্তও নির্দেশ মোতাবেক জামায়াতে ইসলামী এই আসনটি ছেড়ে দিয়েছে।
যারা আগামী ১২ ফেব্রুয়ারি ২০২৬ এই আসনে জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী হিসেবে লড়বেন তারা হলেন- বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী এডভোকেট দীপেন দেওয়ান, স্বতন্ত্র প্রার্থী পহেল চাকমা, জাতীয় পার্টির মনোনীত প্রার্থী অশোক তালুকদার, বাংলাদেশ খেলাফত মজলিশ মনোনীত প্রার্থী মাওলানা মোঃ আবু বক্কর ছিদ্দিক, ইসলামী আন্দোলন বাংলাদেশ এর প্রার্থী মাওলানা জসিম উদ্দিন,গণ-অধিকার পরিষদ মনোনীত প্রার্থী এম এ বাশার এবং বিপ্লবী ওয়াকার্স পার্টি মনোনীত নারী প্রার্থী জুই চাকমা।
জেলা প্রশাসক ও জেলা রিটানিং অফিসারের পক্ষে অতিরিক্ত জেলা ম্যাজিস্টেট (এডিএম) নিশাত শারমিন বলেন, মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিনে ৮জন প্রার্থীর মধ্যে মঙ্গলবার সকাল সাড়ে ১১টায় জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী এডভোকেট মোখতার আহমেদ জেলা রিটানিং অফিসারের কার্যালয়ে স্ব শরীরে হাজির হয়ে তার প্রার্থীতা প্রত্যাহার করেন। আগামী নির্বাচনে ৭জন প্রার্থী নির্বাচনে অংশ গ্রহন করবেন। আজ বুধবার ২১ জানুয়ারি প্রতীক বরাদ্দ দেওয়া হবে।
মনোনয়নপত্র প্রত্যাহাকৃত জামায়াতে ইসলামীর প্রার্থী এডভোকেট মোখতার আহমেদ বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সংগঠনের নির্দেশনার আলোকে আমার দাখিলকৃত মনোনয়নপত্র প্রত্যাহার করা প্রয়োজন। তাই আমি মনোনয়নপত্র প্রত্যাহার করে নিলাম।
সাংবাদিকদের দেওয়া এক সাক্ষাৎকারে বিএনপি মনোনীত ধানের শীষের এমপি পদপ্রার্থী, কেন্দ্রীয় সহ ধর্মবিষয়ক সম্পাদক ও সাবেক জেলা যুগ্ন জজ এডভোকেট দীপেন দেওয়ান বলেন, ভোটারদের আস্থা ও ভালোবাসায় আমি বিপুল ভোটে জয়লাভ করবো। আমি জিয়াউর রহমান,মরহুম বেগম খালেদা জিয়া ও তারেক জিয়ার আদর্শে বিশ্বাসী হয়ে রাঙামাটির বিএনপি পরিবার এবং জেলাবাসীকে সাথে নিয়ে সুসম ও সম্প্রীতির রাঙামাটি জেলা গড়ে তুলবো। আগামী ১২ফেব্রুয়ারি দলমত নির্বশেষে সবাই কাঁদেকাদ মিলিয়ে এবং সবাইকে সাথে নিয়ে ভোট কেন্দ্রে গিয়ে ধানের শীষে ভোটটা দেবেন এই অনুরোধ রইলো সবার কাছে।


















