শনিবার, মার্চ ২৫News That Matters

কাউখালী‌তে প্রথম সুপারশ‌পের যাত্রা শুরু-উদ্বোধন করলেন অংসুই প্রু

শেয়ার করুন:
রাঙামাটির কাউখালী‌তে প্রথম সুপারশ‌পের যাত্রা শুরু হয়েছে। শুক্রবার বিকেলে কাউখালী সদরে এ ই‌জিমাট সুুপারশপের উদ্বোধন করেন রাঙামাটি জেলা পরিষদের চেয়ারম্যান অংসুই প্রু চৌধুরী।
এ সময় তিনি বলেন, প্রকৃতভা‌বে প‌রিশ্রম ক‌রে অর্থ উপাজ‌নে ব্যবসার কোন বিকল্প নেই। ত‌বে ব্যবসায়ী‌কে স‌ঠিক ব্যবসার পাশাপা‌শি মান‌বিকতারও মন থাক‌তে হ‌বে। স্বল্প মুনাফার মাধ্য‌মে অ‌ধিক ব্যবসা করাটাই হ‌চ্ছে ব্যবসার মুল ভি‌ত্তি। তি‌নি মানসন্মত এবং হা্লালভা‌বে ব্যবসা প‌রিচালনা করার আহবান জা‌নান।
এসময় অন্যান্যর ম‌ধ্যে কাউখালী উপ‌জেলা প‌রিষদের চেয়ারম্যান সামশু‌দোহা চৌধুরী,উপ‌জেলা নিবাহী অ‌ফিস‌ার নাজমুন আরা সুলতানা, কাউখালী থানার ওসি এস এম শ‌হিদুল ইসলাম, আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এরশাদ সরকার ,ঘাগড়া ইউ‌পি চেয়ারম্যান না‌জিম উ‌দ্দিন, কলমপ‌তি ইউ‌পি চেয়ারম্যান ক্যজাই মারমা,‌বিআর‌ডি‌বির চেয়ারম্যান বেলাল উ‌দ্দিন,ই‌জিমা‌টের মা‌লিক ক‌বির উ‌দ্দিন খান, তা‌রেক বিন হা‌শেম সহ বি‌ভিন্ন পেশা শ্রেণীর লোকজন উপ‌স্থিত ছি‌লেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *