শনিবার, মার্চ ২৫News That Matters

জুরাছড়িতে ঐতিহাসিক মুজিবনগর দিবস পালিত

শেয়ার করুন:

 

জুরাছড়ি উপজেলায় ঐতিহাসিক মুজিবনগর দিবস পালিত হয়েছে ।

রবিবার (১৭ এপ্রিল) উপজেলা সম্মেলন কক্ষে “জুরাছড়ি উপজেলায় ঐতিহাসিক মুজিবনগর দিবস এবং বাংলাদেশের স্বাধীনতা” শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় উপজেলা নির্বাহী অফিসার জিতেন্দ্র কুমার নাথ’র সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান সুরেশ কুমার চাকমা।

বিশেষ অতিথি হিসেবে মহিলা ভাইস চেয়ারম্যান আল্পনা চাকমা, জুরাছড়ি ইউপি চেয়ারম্যান ইমন চাকমা , যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ আমিনুল ইসলামসহ সরকারি কর্মকর্তা ও জনপ্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।

সভায় বক্তব্য রাখেন সহকারী শিক্ষা কর্মকর্তা আশিষ কুমার ধর, রির্সোস সেন্টারের ইন্সেট্রাক্টর মোঃ মরশেদুল আলম উপস্থিত ছিলেন।

এছাড়াও মুজিবনগরের দিবসের তাৎপর্য তুলে ধরে বনযোগীছড়া উচ্চ বিদ্যালয় ও ভুবন জয় সরকারি উচ্চ বিদ্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে বলে স্ব স্ব বিদ্যালয়ের প্রধান শিক্ষকগণ নিশ্চিত করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *