জুরাছড়ি উপজেলায় পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের অর্থায়নে রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সহযোগিতায় গরীব, দুস্থ,ও অসহায়দের মাঝে বস্ত্র ও নগদ অর্থ বিতরণ করা হয়েছে।
রবিবার (১ মে) উপজেলা বিশ্রামাগারের সম্মেলন কক্ষে দুঃস্থদের মাঝে এসব বস্ত্র ও নগদ অর্থ সহায়তা তুলে দেন রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সদস্য ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি প্রবর্তক চাকমা।
এ সময় মহিলা আওয়ামী লীগের সভানেত্রী কল্পিতা চাকমা, জুরাছড়ি ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মিন্টু চাকমা, জুরাছড়ি ইউনিয়নের ওয়ার্ড সদস্য পল্লব দেওয়ান, দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি তপন কান্তি দে, ছাত্রলীগের সভাপতি মোহর চাকমা ও সাংগঠনিক সম্পাদক আর্য্য চাকমা উপস্থিত ছিলেন।
এ সময় রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সদস্য ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি প্রবর্তক চাকমা বলেন, আওয়ামী লীগ সরকার শান্তি ও সম্প্রীতির সরকার। এ সরকার সকল দরিদ্র জনগোষ্ঠীদের নিজস্ব ধর্ম উৎসব পালনে সব রকমের সহযোগিতা প্রদান করে যাচ্ছে।