বিলাইছড়িতে ২০২৪-২৫ অর্থবছরে মসল্লার উন্নতজাত ও প্রযুক্তি সম্প্রসারণ প্রকল্প (১ম সংশোধিত) এর আওতায় মাঠ দিবস ও কারিগরি আওতায় এবং অনাবাদী পতিত জমি ও বসতবাড়ির আঙ্গীনায় পারিবারিক পুষ্টি বাগান (২য় সংশোধিত) প্রকল্পের আওতায় ২ দিনব্যাপী প্রশিক্ষণ কার্যক্রম পরিদর্শন করলেন কৃষি বিভাগের উপ-পরিচালক মনিরুজ্জামান খান।
বৃহস্পতিবার (২০ ফেব্রয়ারি) উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বিলাইছড়ি এর আয়োজনে, উপজেলা হলরুম ও কনফারেন্স হলে প্রশিক্ষণ ও পরিদর্শনে তিনি বলেন, শরীরের পুষ্টি, তাপ ও শক্তি যোগাতে পুষ্টিকর খাবারে কোনো বিকল্প নেই।এজন্য পতিত ও অনাবাদী জমিতে কৃষি পদ্ধতি অনুসারে শাকসব্জির চাষ করতে বাড়ীর আঙ্গিনায় পুষ্টি বাগান এবং মসল্লা জাতীয় ফসল আদা, মরিচ চাষ করার পরামর্শ দেন। তিনি আরও বলেন, কৃষিতে নিরাপদ পুষ্টি খাদ্যের জন্য রাসায়নিক সার ব্যবহার না করে জৈব সারের ব্যবহারের উপর বেশি গুরুত্ব দিতে হবে।
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার শাহনাজ পারভীন, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা ওমর ফারুক, উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা সুমন গুপ্ত, সহকারী কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো. আলী, উপ-সহকারী কৃষি অফিসার বিভূতিভূষণ চাকমা, রুবেল বড়ুয়া,অনুময় চাকমা, রনেক্স চৌধুরী প্রমূখ।
২ দিনব্যাপী ৩০ জন কৃষকে প্রশিক্ষণ, বীজ বিতরণ এবং সফল কৃষক থুইপ্রু মার্মাসহ প্রায় ৫০ জন কৃষক মাঠ দিবসে অংশগ্রহণ করেন। পরে পার্টনার ফিল্ড স্কুল ( PFS) ধান ও কৃষক সেবা কেন্দ্র এবং ধান্যজমি পরিদর্শন করেন।