রাঙামাটির কাপ্তাই উপজেলার সীতাঘাট মন্দির সংলগ্ন কর্ণফুলী নদীর পানিতে গোসল করতে নেমে ২ পর্যটক নদীর পানিতে তলিয়ে গেছে। এদের মধ্যে একজনের লাশ উদ্ধার করেছে নৌ বাহিনীর ডুবুরীরা। নিখোঁজ রয়েছে আরো একজন। বুধবার বিকাল পৌনে ৩ টার দিকে এই ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান সীতাঘাট এলাকায় ৬ জন বন্ধু গোসল করতে কর্ণফুলী নদীতে নামে। গোসল পর্যায়ে সবাই নদীর গভীর খাদে পড়ে যায়। এদের মধ্যে থেকে ৪ জন সাতরিয়ে নদীর কুলে ফিরতে পারলেও দুজন পানিতে ডুবে যায়।
ঘটনার সংবাদ পেয়ে নৌ বাহিনী ডুবুরি দল সীতার ঘাট এলাকায় উদ্ধার অভিযান পরিচালনা করে বিকাল ৫ টার দিকে একজনকে মৃত উদ্ধার করেন। তার নাম লোকেস বৈদ্য (১৯) সে চট্টগ্রাম জেলার বোয়ালখালী উপজেলার শাকপুরা গ্রামের অপু বৈদ্যের ছেলে। সেই চট্টগ্রাম ইসলামিয়া কলেজে প্রথম বর্ষে অধ্যয়নরত ছিলেন।
এ ঘটনায় চট্টগ্রাম সদরঘাট এলাকার অপূর্ব সাহা (১৮)) নামে একজন নিখোঁজ রয়েছে। তাকে উদ্ধারে কাজ করছে নৌ ডুবুরীরা।
কাপ্তাই ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর পরিদর্শক নুরুল করিম বলেন, সীতাঘাট মন্দির সংলগ্ন কর্ণফুলী নদীর পানিতে গোসল করতে নেমে ৬ পর্যটক নদীর পানিতে তলিয়ে যায় তাদের মধ্যে ৪ জন সাতঁরিয়ে উঠতে পারলে ২ জন নদীর পানিতে তলিয়ে যায়।
এদিকে ঘটনার সংবাদ পাওয়ার পর পরই কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মুনতাসির জাহান ও কাপ্তাই সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার রওশন আরা রব ঘটনাস্থলে ছুটে যান এবং উদ্ধার কার্যক্রম তদারক করেন।
এ সময় চন্দ্রঘোনা ও কাপ্তাই থানার পুলিশ সদস্যরা উদ্ধার কার্যক্রমে সহায়তা করেন। শেষ খবর পাওয়া পর্যন্ত ( সন্ধ্যা ৬ টা ৪০ মিনিট) কাপ্তাই নৌ বাহিনী ডুবুরি দল নিখোঁজ যুবকের উদ্ধারে কার্যক্রম পরিচালনা করছেন।