আন্তর্জাতিক নার্স দিবসে কাপ্তাই চন্দ্রঘোনা খ্রীস্টিয়ান হাসপাতালের নার্সিং ইনস্টিটিউট এর উদ্যোগে বৃহস্পতিবার (১২মে) বর্নাঢ়্য র্যালী, আলোচনা সভা, কেক কাটা এবং সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
দিবসটটি উপলক্ষে বিকেল সাড়ে ৩ টায় হাসপাতাল চত্বর হতে একটি বর্নাঢ়্য র্যালী বের হয়ে চন্দ্রঘোনা দোভাষী বাজার প্রদক্ষিন করে লিচুবাগান এবং কুষ্ঠ হাসপাতাল হয়ে আবারোও হাসপাতালে এসে শেষ হয়। এতে হাসপাতালের চিকিৎসক এবং শতাধিক নার্স অংশ নেন।
চন্দ্রঘোনা খ্রীস্টিয়ান হাসপাতালের পরিচালক ডাঃ প্রবীর খিয়াং প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে র্যালীর উদ্বোধন করেন।
পরে বিকেল সাড়ে ৫ টায় দিবসটি উপলক্ষে হাসপাতালের স্টাফ ক্লাবে কেক কাটা, আলোচনা সভা এবং নার্সদের পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
হাসপাতালের সহকারী নার্সিং সুপারভাইজার মলি মেসিমার এর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন হাসপাতালের পরিচালক ডাঃ প্রবীর খিয়াং। এইসময় আরো বক্তব্য দেন হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসক ড বিলিয়ম এ সাংমা।
অনুষ্ঠানে নার্সদের শপথ বাক্য পাঠ করান সিনিয়র স্টাফ নার্স শোভা মধু।
আধুনিক নার্সিং পেশার রুপকার ফ্লোরেন্স নাইটিঙ্গেলের জন্মদিন উপলক্ষে প্রতিবছর বিশ্বব্যাপী এ তারিখে আন্তর্জাতিক নার্স দিবসটি উদযাপন করা হয়।