বান্দরবান জেলার রুমা উপজেলায় কৃষি সম্প্রসারন অধিদপ্তরের আয়োজনে ২০২১-২০২২ অর্থবছরে কৃষি আবহাওয়া তথ্য পদ্ধতি উন্নতকরণ প্রকল্পের আওতায় এ সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
বুধবার সকালে রুমা উপজেলা অডিটোরিয়াম হলরুমে এ সেমিনার অনুষ্ঠিত হয়।
সেমিনারে প্রধান অতিথি ছিলেন জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মোহাম্মদ রফিকুন ইসলাম।
এ সময় তিনি বলেন, চাষিদের আবহাওয়া ও জলবায়ু বিষয়ে সচেতন হাওয়া খুবই গুরুত্বপূর্ণ । চাষীদের জন্য মঙ্গল ও উন্নয়নের লক্ষ্যে কৃষি সম্প্ররণ অধিদপ্তর বিভিন্ন কর্মসূচি নিয়ে কাজ করে যাচ্ছে । তার একটি অংশ হচ্ছে চাষিদের বিভিন্ন ভ্রাম্যমান সেমিনার করা। যদি আবহাওয়া সম্পর্কে কৃষকেরা সচেতন হয়, সে ক্ষেত্রে কোনো সাইক্লোনে বা তুফানে কৃষকের ফসল নষ্ট আশংকা হবেনা। তাই কোনো বীজ বপন ও ফলন তোলার আগে আবহাওয়ার সার্বক্ষনিক তথ্য পেতে জেলা, উপজেলা কৃষি অধিদপ্তরের কর্মকর্তা কর্মচারী সাথে সার্বক্ষনিক যোগাযোগ রাখতে হবে। এছাড়া বিএএমআইএস ওয়েবসাইট ভিজিট করতে হবে।
সেমিনারে বিশেষ অতিথি ও অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন রুমা উপজেলা চেয়ারম্যান উহ্লাচিং মার্মা, রুমা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মামুন শিবলী, মহিলা ভাইস চেয়ারম্যান নুম্রাউ মার্মা, বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের বৈজ্ঞানিক উর্দ্ধতন কর্মকর্তা তানহারুল ইসলাম লেলিন ও রুমা উপজেলা কৃষি কর্মকর্তা শাবাব ফারহান।
স্থানীয় জনপ্রতিনিধি, ধর্মীয় নেতা, শিক্ষক, চাষি, সার ডিলার, উদ্যোক্ত ও স্থানীয় গণমাধ্যমকর্মী অংশগ্রহণ করেন।