রাঙামাটি কাপ্তাই উপজেলার ৪ নং কাপ্তাই ইউনিয়ন এর কাপ্তাই উচ্চ বিদ্যালয় আশ্রয় কেন্দ্রে আশ্রয় নেওয়া অতিবর্ষনে ক্ষতিগ্রস্থ ৪ নং কাপ্তাই ইউনিয়নের ৩০ টি পরিবারের ১শত ৪৭ জন সদস্যদের মাঝে ত্রান সামগ্রী বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার ( ২১ জুন) কাপ্তাই উচ্চ বিদ্যালয় মাঠে বাংলাদেশ সেনাবাহিনীর কাপ্তাই জোন ( অটল ছাপ্পান্ন এর উদ্যোগে দূর্যোগ কবলিত পরিবারবর্গের মাঝে ত্রাণ সামগ্রী তুলে দেওয়া হয়।
এইসময় আশ্রয়কেন্দ্রে আশ্রয় নেওয়া অতিবর্ষণে ক্ষতিগ্রস্ত ৩০ টি পরিবারের মাঝে প্রত্যেককে একটি করে খাদ্য সামগ্রীর প্যাকেট বিতরণ করা হয়। বিতরণকৃত খাদ্য সামগ্রীর মধ্যে ছিল চাল, আটা, চিনি, ডাল, সয়াবিন তেল ও লবন।
জোনের উপ-অধিনায়ক মেজর মোহাম্মদ শামসুল আরেফীন খান উপস্থিত থেকে এই বিতরণ কার্যক্রম সম্পন্ন করেন।
এইসময় ৪ নং কাপ্তাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রকৌশলী মোঃ আব্দুল লতিফ সহ জোনের পদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এইসময় ভারপ্রাপ্ত জোন কমান্ডার প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত সদস্যদের সাথে মতবিনিময় করেন। পাহাড়ে ঝুঁকি নিয়ে বসবাসকারী পরিবারের সদস্যরা জোন কমান্ডারের নিকট তাঁদের বিভিন্ন সমস্যা তুলে ধরেন এবং স্থায়ীভাবে সমতলে পূর্নবাসন করার জন্য অনুরোধ জানান। পরে এই ব্যাপারে ভারপ্রাপ্ত জোন কমান্ডার যথাযথ কর্তৃপক্ষের সাথে প্রয়োজনীয় সমন্বয় করে ব্যবস্থা নেওয়ার আশ্বাস প্রদান করেন।