রাঙামাটির কাপ্তাই উপজেলা চন্দ্রঘোনা ইউনিয়নের ৯নং ওয়ার্ডের কেপিএম থানা ঘাট কলোনী এলাকায় মঙ্গলবার (১৯ জুলাই) সকালে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়, জাতীয় মহিলা সংস্থা কর্তৃক পরিচালিত তথ্য কেন্দ্র, কাপ্তাই এই উঠান বৈঠক এর আয়োজন করেন।
ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে তথ্য যোগাযোগ প্রযুক্তির মাধ্যমে মহিলাদের ক্ষমতায়ন প্রকল্প (২য় পর্যায়) এর অর্থায়নে অনুষ্ঠিত উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্য দেন কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মুনতাসির জাহান।
কাপ্তাই তথ্য আপা তাহমিনা সুলতানার সভাপতিত্বে চন্দ্রঘোনা খ্রীস্টিয়ান হাসপাতালের কমিউনিটি হেলথ প্রোগামের প্রোগ্রাম ম্যানেজার বিজয় মারমা এর সঞ্চালনায় এইসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন চন্দ্রঘোনা খ্রীস্টিয়ান হাসপাতালের পরিচালক ডাঃ প্রবীন খিয়াং, ৯নং ওয়ার্ডের নব নির্বাচিত ইউপি সদস্য জুয়েল চাকমা।
সভায় বক্তাগণ তথ্য কেন্দ্র ও মহিলা বিষয়ক অফিস থেকে কি কি সেবা পাওয়া যায়, বাল্য বিবাহ, নারী ও শিশু নির্যাতন এবং ইভটিজিং প্রতিরোধ, নারীর ক্ষমতায়ন, ভিজিডি চালের সাথে পুষ্টিমান চাল দেয়া সংক্রান্ত বিষয়ে উপস্থিত মহিলাদের অবহিত করেন। বৈঠকে এলাকার ৫২জন নারী সদস্য অংশ নেন।