কাপ্তাইয়ে অবস্থিত বাংলাদেশ সুইডেন পলিটেকনিক ইনস্টিটিউট( বিএসপিআই) পরিদর্শনে আসেন বাংলাদেশ বিমান বাহিনীর একটি ট্রেইনি দল। বুধবার সকালে বিমান বাহিনীর বেসিক ট্রেইনিরা ইন্ডাস্ট্রিয়াল ভিজিটের অংশ হিসেবে, বাংলাদেশ সুইডেন পলিটেকনিক ইনস্টিটিউট পরিদর্শন করেন এই দলটি
এসময় বাংলাদেশ সুইডেন পলিটেকনিক ইনস্টিটিউট এর অধ্যক্ষ আব্দুল মতিন হাওলাদার আগত বিমান বাহিনীর ট্রেইনি টিমের প্রতিনিধি প্রধানকে ফুলেল শুভেচ্ছার মাধ্যমে স্বাগত জানান।
পরিদর্শন কালে আগত বিমান বাহিনীর ট্রেইনিরা কাপ্তাই বিএসপিআই থেকে বিভিন্ন টেকনোলজির ল্যাব ও ক্লাসের বিভিন্ন প্রকার যন্ত্রপাতি অপারেটিং সংক্রান্ত বাস্তব জ্ঞান আহরণ করেন।