রাঙামাটি জেলার নানিয়ারচর উপজেলায় উপজেলার অটোরিকশা ও মোটর সাইকেল সমিতির সঙ্গে মতবিনিময় সভা করে প্রশাসন। আজ সোমবার ২৩ আগষ্ট সকালে উপজেলা নির্বাহি কর্মকর্তার অসিস কক্ষে অটোরিকশা ও মোটর সাইকেল সমিতির সাথে এই আলোচনা সভার আয়োজন হয়।
এতে উপজেলার নির্বাহি কর্মকর্তা মোঃ- ফজলুর রহমানের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিল নানিয়ারচর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান নুরজামাল হাওলাদার, মহিলা ভাইস চেয়ারম্যান আসমা মল্লিক, নানিয়ারচর থানার ওসি সুজন হালদার, নানিয়ারচর অটোরিকশা চালক সমিতি লিঃ এর সভাপতি মোঃ- ইউনুস।মোটর সাইকেল চালক কল্যাণ সমবায় সমিতি লিঃ এর সভাপতি মোঃ- খলিল,সহ অনেকেই।
এতে সমন্বয় করে উপজেলায় অটোরিকশা ও মোটর সাইকেল ভাড়া নির্ধারণ করা হয়। উল্লেখ্য যে, জ্বালানী তেলের দাম বাড়ার পর পরই গাড়ি ভাড়া বৈষম্য প্রশাসনে হস্তক্ষেপ কামনা করে যাত্রীরা।