আগামী প্রজন্মের ভবিষ্যৎ বিনির্মানে উচ্চ শিক্ষার কোন বিকল্প নেই বলে মন্তব্য করেছেন খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি দীপংকর তালুকদার এমপি। তিনি বলেন সেই কারনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা পার্বত্য অঞ্চলের স্কুল কলেজ গুলোকে এমপিও ভুক্তির মাধ্যমে শিক্ষা ব্যবস্থাকে এগিয়ে নিয়ে যাচ্ছেন ,এছাড়াও শিক্ষা প্রতিষ্টান গুলোর অবকাঠামো উন্নয়নে অগ্রাধিকার দিয়েছেন। তিনি সুশিক্ষায় শিক্ষিত হয়ে অর্জনকৃত মেধা দেশের উন্নয়নের কাজে লাগানোর প্রতি আহবান জানিয়েছেন।
তিনি গতকাল মঙ্গলবার(২০ সেপ্টেম্বর) দুপুরে কাউখালী উপজেলার ঘাগড়া কলেজের এমপিও ভুক্তি হওয়ায় দীপংকর তালুকদার এমপিকে দেয়া সংবর্ধনা অনুষ্ঠান ও বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
ঘাগড়া কলেজে পরিচালনা কমিটির সভাপতি অভয় প্রকাশ চাকমার সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠান বক্তব্য রাখেন রাঙ্গামাটি জেলা পরিষদ চেয়ারম্যান অংসুই প্রু চৌধুরী, ঘাগড়া আর্মি ক্যাম্প কমান্ডার মোঃ আশিকুর রহমান আশিক, রাঙ্গামাটি জেলা পরিষদ সদস্য রেমলিয়ানা পাংখোয়া, রাঙ্গামাটি জেলা শিক্ষা অফিসার মোঃ হাবিব উল্লাহ খান, কাউখালী উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ শামসুদ্দোহা চৌধুরী সহ বিদ্যালয় পরিচালনা কমিটির অন্যান্য কর্মকর্তারা বক্তব্য রাখেন।
পরে কলেজের বিভিন্ন বিষয়ে ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।