“নির্ভুল জন্ম -মৃত্যু নিবন্ধন করব শুদ্ধ তথ্যভান্ডার গড়ব” এই প্রতিপাদ্য নিয়ে রাঙামাটির নানিয়ারচরে উপজেলা প্রশাসনের আয়োজনে জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস পালিত হয়েছে।
দিবসটি উপলক্ষে ০৬ অক্টোবর (রবিবার) সকালে উপজেলা পরিষদের মিলনায়তনে কক্ষে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় উপজেলা নিবার্হী কর্মকর্তা মোঃ ফজলুর রহমানের সভাপতিত্বে উপস্থিত ছিল নানিয়ারচর উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রগতি চাকমা উপজেলা ভাইস চেয়ারম্যান নূরজামাল হাওলাদার ও মহিলা ভাইস চেয়ারম্যান আসমা মল্লিকসহ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও প্যানেল চেয়ারম্যানরা।
সভায় বক্তারা বলেন জন্ম ও মৃত্যু নিবন্ধন সনদ তৈরিতে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানরা আরো তৎপরতা বাড়ালে আমরা কাঙ্খিত সাফল্যে পৌঁছাতে পারবো।