বাংলাদেশ বনশিল্প উন্নয়ন কর্পোরেশন (বিএফ়আইডিসি) এর অধীন পরিচালিত কাপ্তাই লাম্বার প্রসেসিং কেন্দ্রের (এলপিসি) কর্মকর্তা, শ্রমিক ও কর্মচারীরদের আয়োজনে শনিবার সকালে কাপ্তাই এলপিসি রেস্ট হাউস চত্বরে পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সঃ)অনুষ্ঠিত হয়েছে।
এতে সভাপতিত্ব করেন কাপ্তাই বিএফআইডিসির সহ-মহা ব্যবস্থাপক তীর্থ জিৎ রায়।
দোয়া মাহফিলে বক্তব্য রাখেন বিএফআইডিসি মসজিদের ইমাম হাফেজ মাওলানা আনোয়ার হোসেন। এসময় বিশেষ অতিথি ছিলেন কাপ্তাই বিএফআইডিসি সহ-ব্যবস্থাপক( মাঠ) মো.শফিকুল ইসলাম , সহ-ব্যবস্থাপক( হিসাব) বিলাস কুমার বিশ্বাস ,কাপ্তাই প্রেসক্লাবের সভাপতি মো.কবির হোসেন, শ্রমিক কর্মচারী ইউনিয়ন সভাপতি মো.ইউসুফ, সম্পাদক আহম্মদ আলী।
দোয়া মাহফিলে বিএফআইডিসির কর্মকর্তা ও শ্রমিক-কর্মচারীগন উপস্থিত ছিলেন।