রাঙামাটি শহরের মধ্যে বনরুপা মোজাদ্দে দ- ই আল ফেসানী স্কুলে রোববার বিকালে মরহুম এস এম শহীদুল্লাহ’ ফাউন্ডেশনের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
রবিবার সন্ধ্যায় এ ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
ইফতার ও দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন, মরহুম এস এম মাওলানা শহীদুল্লাহ সাহেবের বড় ছেলে আব্দুল্লাহ আল মামুন।
এ সময় উপস্থিত ছিলেন, এসএম শহীদুল্লাহ’ ফাউন্ডেশনের সভাপতি আব্দুল্লাহ আল হেলাল, মাওলানা আব্দুল্লাহ, মাওলানা মাহাতাব উদ্দিন ও মাওলানা রহমত উল্লাহ সহ আগত অতিথি বৃন্দরা। বক্তারা বলেন, পার্বত্য চট্টগ্রামের আলেমে দ্বীন সাবেক জেলা পরিষদ সদস্য ও পার্বত্য এলাকায় অগণিত শিক্ষা প্রতিষ্টানের প্রতিষ্ঠিতা মরহুম এসএম শহীদুল্লাহ প্রতিষ্ঠা করে গেছেন।
এসব প্রতিষ্ঠানের মাধ্যমে আজ পাহাড় আলোকিত হয়েছে। পাহাড়ে অনেক অবদান রয়েছে মরহুম শহীদুল্লাহ সাহেবের। তিনি ছিলেন একজন সৎ মানুষ ও আদর্শবান ব্যক্তি। তিনি রাজনীতিবিদ ও সমাজসেবক ছিলেন। তার এই অনুষ্ঠানে বিভিন্ন পেশার মানুষ অংশ গ্রহন করেন। আলোচনা শেষে মরহুমের আত্বার মাগফেরাত কামনা করে মাহে রমজানকে গুরুত্ব দিয়ে দোয়া ও মাহফিল মোনাজাত অনুষ্ঠিত হয়।