রাঙামাটির বিলাইছড়ি উপজেলার কেংড়াছড়ি বাজারে গত সোমবার অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ১৯ ভিডিপি সদস্যসহ ৫৬ পরিবারকে খাদ্য সহায়তা দিয়েছে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী।
মঙ্গলবার সকালে এ সহায়তা প্রদান করা হয় কেংরাছড়ি
অগ্নিকান্ডে ঐ বাজারের ৫৫ টি দোকান ভস্মীভূত হয়। এর মাঝে ১৯ টি দোকান হিল ভিডিপি সদস্যদের।
ঙ্গলবার (৯ মে) বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালকের নির্দেশনায় কেংড়াছড়ি বাজারের অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ৫৬ টি পরিবারকে খাদ্য সহায়তা দেয়া হয়।
এসময় রাঙামাটি জেলা আনসার কার্যালয় এবং কাপ্তাই ২ ও ৮ আনসার ব্যাটালিয়ন এর সহায়তায় ক্ষতিগ্রস্ত ৫৬ টি পরিবারগুলোর মাঝে ৯০০ কেজি চাল, ৫০ কেজি ডাল, ১০০ কেজি আলু, ৩০ লিটার ভোজ্য তেল, ২০ কেজি লবন বিতরণ করা হয়।
এর আগে উপপরিচালক মোহাম্মদ রাফিউদ্দিন জাকারিয়া, অধিনায়ক ২ আনসার ব্যাটালিয়ন ও জেলা কমান্ড্যান্ট রাঙামাটি (অতিরিক্ত দায়িত্ব) ঘটনাস্থল পরিদর্শন করেন।
ক্ষতিগ্রস্ত ৫৬ টি পরিবারগুলোর মাঝে ৯০০ কেজি চাল, ৫০ কেজি ডাল, ১০০ কেজি আলু, ৩০ লিটার ভোজ্য তেল, ২০ কেজি লবন ২, ৮ আনসার ব্যাটালিয়ন এবং রাঙামাটি জেলা কার্যালয়ের সহায়তায় পৌছানোর ব্যবস্থা করা হয়।