রাঙামাটি শহরের উত্তর কালিন্দিপুর প্রধান সড়কের পাশে দোকানপাটে আগুন লেগে পুড়ে ছাই হয়ে গেছে।
বৃহস্পতিবার ভোর রাতে রাঙামাটি-চট্টগ্রাম সড়কের পাশে উত্তর কালিন্দিপুর এলাকায় অগ্নিকান্ডে ৬টি প্লট পুড়ে ছাই হয়ে গেছে। তবে আগুনের সূএপাত কেউ বলতে পারেনি।
আগুন লাগার খবর পেয়ে রাঙামাটির ফায়ার সার্ভিস পুড়ে ছাই হয়ে যাওয়া আগুন নিভায়। এদিকে রাঙামাটি ফায়ার সার্ভিস পুড় যাওয়া দোকানপাটের ক্ষয়ক্ষতি নিরুপন করেনি এমন অভিযোগ ব্যবসায়িদের।
সূএে জানাযায়,রাঙামাটির সুনামধন্য পরিবার রাজা মিয়া তালুকদারের ছেলে সামসুল আলম তালুকদার ও খোকন তালুদারের ভাড়াটিয়া এই ৬ টি প্লট।
ক্ষতিগ্রস্ত কাপড় দোকানদার উৎপল চৌধুরী ও হোটেল মালিক শহীদুল্লাহ বাচা জানান, রাতের ৩টা বাজে কে বা কারা আগুন ধরিযে দিযেছে তা আমরা জানিনা। বৃহস্পতিবার সকালে জানতে পারি আমাদের দোকান পুড়ে গেছে। কাপড় দোকানদার উৎপল আরো জানান, দু’দিন আগে সে প্রায় ২লক্ষ টাকার কাপড় দোকানে তুলেছেন।
স্থানীয়রা জানান,গভীর রাতে আগুন লেগেছে তাই কেউ বলতে পারছে না আগুন লাগার সূএপাত। ক্ষতিগ্রস্তদের দাবি ৬ টি দোকান এ প্রায় ৭-৮ লক্ষ টাকার মত ক্ষতি হয়েছে।
কোতয়ালি থানার ওসি আরিফুল আমিন জানান, এমন সময আগুন লেগেছে তখন মানুষ গভীর ঘুমে থাকে। তবে আগুনের সূএপাত কেউ বলতে পারে না।