রাঙামাটির বাঘাইছড়িতে মারিশ্যা ব্যাটালিয়ন ২৭ বিজিবির ৪৫ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেক কাটা ও প্রীতিভোজের মধ্য দিয়ে প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।
বুধবার ২৭ বিজিবি মারিশ্যা ব্যাটালিয়নের হল রুমে দুপুরে প্রীতিভোজ ও কেক কাটা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন খাগড়াছড়ি সেক্টর কমান্ডার কর্নেল জাহাঙ্গীর হোসেন বিজিবিএম, পিবিজিএম।
মারিশ্যা ব্যাটালিয়ন ২৭ বিজিবির জোন
কমান্ডার লে. কর্নেল শরীফুল্লাহ আবেদ আগত সকলকে স্বাগত জানিয়ে বলেন, ১৯৭৮ সালে অত্র ব্যাটালিয়ন প্রতিষ্ঠিত হয়ে দেশের বিভিন্ন যায়গায় দক্ষতার সাথে কাজ করে সর্বশেষ ১৯১৮ সাল হতে মারিশ্যাতে কাজ করে যাচ্ছে। এই এলাকার মানুষের সার্বিক নিরাপত্তা ও দেশের সার্বভৌমত্ব রক্ষায় সকলের সহযোগিতা কামনা করছি।
পরে অতিথিরা কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকীর আনুষ্ঠানিকতা পালন করেন এবং প্রীতিভোজে অংশগ্রহণ করেন।